কাশ্মিরের স্থানীয় সরকার নির্বাচনে সর্বনিম্ন ভোটের রেকর্ড

ইসলাম টাইমস ডেস্ক : সদ্য অনুষ্ঠিত কাশ্মিরের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে মাত্র ৮.৩% ভোটা। কাশ্মিরের ইতিহাসে যা সর্বনিম্ন।

২০০৫ সালের পর এটিই ছিল প্রথম স্থানীয় নির্বাচন।

এ নির্বাচন বয়কট করেছে কাশ্মিরের কেন্দ্রীয় সরকারপন্থী প্রধান দুই দল।

ফলে মোতায়েন থাকা সাত লাখ সৈন্যের সঙ্গে আরও ৫০ হাজার আধা সামরিক সদস্য মোতায়েন করেও ১০ ভাগ ভোটারকে কেন্দ্রে আনতে সক্ষম হয়নি নির্বাচন কমিশন।

তবে এ অঞ্চলের বড় দুই দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি বয়কট করলেও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বয়কটের কারণে ৭০ভাগ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। ৫৯৮টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে কেবল ১৭৮ আসনে।

পূর্ববর্তি সংবাদতাবলিগের যে সংকট তা মূলত মাওলানা সাদ-এর জন্যই হচ্ছে -মাওলানা শাহরিয়ার মাহমুদ
পরবর্তি সংবাদএখনও ভারত-পাকিস্তানের বড় বড় মাদরাসাগুলোয় বাঙালিরা বেশি অগ্রসর -মুফতি হিফযুর রহমান