ইসলাম টাইমস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন এবং সেখানে রাত সোয়া ৯টা পর্যন্ত অপেক্ষা করেন। কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে তারা চলে যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, তার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করতে গিয়েছিলেন। কিন্তু তারা সোয়া ২ ঘণ্টার মতো অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারেননি।’
গত ৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া।
