চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক : দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের পাহাড়ী এলাকায় বসবাসরত অধিবাসীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বৈরি আবহাওয়ার কারণে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে এক জরুরি বার্তায় এ আহবান জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন থেকে পাঠানো ওই বার্তায় তাৎক্ষণিক আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে পাহাড় ধস হতে পারে এই আশঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তাদের সরিয়ে নিতে ঝুঁকিপূর্ণ ওইসব এলাকায় মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’

পূর্ববর্তি সংবাদকাকরাইল মাদরাসা : বিশ্বময় ছড়াচ্ছে দ্বীনি শিক্ষার আলো
পরবর্তি সংবাদনাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু