ইসলাম টাইমস ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ হারিয়েছে এক শিশু। নিহত শিশুর নাম ইসরাফিল রহমান নিবির (১২)।
মঙ্গলবার বিকালে উপজেলার দয়ারামপুরে এ ঘটনা ঘটে।
নিবির ঢাকা যাত্রীবাড়ি ধোলাইপাড়ার মজিবুর রহমানের ছেলে। সে গত রবিবার দয়ারামপুরে তার দুলাভাই ফাহাদ ইসলাম দিপু’র বাড়িতে বেড়াতে আসে।
দিপু দয়ারামপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বাউয়েট) এর ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। তিনি দয়ারামপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাসুমের বাড়িতে ভাড়া থাকেন।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি বাড়ির পাশের পুকুরে শ্যালক নিবিরকে সাঁতার শেখাতে নিয়ে যান। সাঁতার শেখানোর এক পর্যায়ে পানির নিচে হারিয়ে যায় নিবির। দ্রুত পুকুর সংলগ্ন ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল পানির নীচে থেকে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. আব্দুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃতদেহটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
