আবরার আবদুল্লাহ ।।
আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল ইসলামিয়া কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদানের আয়োজন দ্রুত গতিতে এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে এ মাসের ২৯ বা ৩০ তারিখ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হবে বলে ইসলাম টাইমসকে জানিয়েছে একাধিক সূত্র।
সূত্র আরও বলেছে, খুব শিগগিরই শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন। প্রধানমন্ত্রী তখন যে সিডিউল দেবেন সে অনুযায়ীই সংবর্ধনা অনুষ্ঠান ঢেলে সাজানো হবে।
কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি প্রদানের অনন্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসাগুলোর সম্মিলিত বোর্ড হাইয়াতুল উলয়া।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে হাইয়াতুল উলয়া ইতোমধ্যে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করেছে।
আল্লামা আশরাফ আলীকে আহ্বায়ক করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটিতে আরও রয়েছেন, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি ওয়াক্কাস, মাওলানা মাসউদুল হক, মুফতি রুহুল আমীন, আল্লামা আবদুল হালিম বোখারি, মুফতি মোহাম্মদ আলী, মুফতী আরশাদ রাহমানী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুল বাসির, মুফতি নুরুল আমিন প্রমুখ।
এ কমিটিতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে ১০ জন এবং অন্য ৫ বোর্ড থেকে ৫ জন প্রতিনিধি রাখা হয়েছে। হাইয়াতুল উলয়ার দফতর সম্পাদক ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা আবদুল কুদ্দুসকে আহবায়ক করে গঠিত ৫ সদস্য বিশিষ্ট উপ-কমিটিতে রয়েছেন মুফতি ওয়াক্কাস, মুফতি নুরুল আমিন, মুফতি আরশাদ রাহমানি ও মুফতি রুহুল আমীন।
৭ অক্টোবর রোববার সংবর্ধনা বাস্তবায়ন কমিটির বৈঠকে এ উপ-কমিটি গঠিত হয়। নতুন গঠিত উপ-কমিটি গতকাল সোমবার আল্লামা আহমদ শফীর সঙ্গে দেখা করে সংবর্ধনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তাকে অবগত করেছেন।
গতকাল আল্লামা আহমদ শফীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য মুফতী আরশাদ রাহমানী। তার কাছে জানতে চেয়েছিলাম আল্লামা আহমদ শফী গতকাল নতুন কোনো সিদ্ধান্ত দিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, আমরা হজরতকে কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়েছিলাম। সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। দু-এক দিনের মধ্যে মূল কমিটির একটি বৈঠক সম্পন্ন হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে।
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে কে কে যাবেন, কখন যাবেন এবং সংবর্ধনার সম্ভাব্য তারিখ (প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে) সবই আসন্ন বৈঠকে চূড়ান্ত হবে। ২৯-৩০ তারিখসহ আরও যেসব মত শোনা যাচ্ছে তার সবই সম্ভাবনার বেশি কিছু নয় বলেও জানান তিনি।
