বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল্লাহ তাআলার অসীম দয়ায় ইসলাম টাইমস টুয়েন্টিফোর ডটকম-এর পথচলা শুরু হলো। ইসলামি বিষয় ধারন ও ইসলামি বিবেচনা সামনে নিয়ে এই সংবাদ সাইটটি কদম কদম এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
এ চেষ্টায় সব পর্যায়ের পাঠক, সহযোগী লেখক–সাংবাদিক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সকলকে সঙ্গে পাওয়ার আহ্ববান ও আবেদন। চোখ রাখুন, বলুন, লিখুন, পরামর্শ দিন, ভুল ধরিয়ে দিন, পথ দেখান। আমরা কৃতজ্ঞ থাকব। প্রকাশের প্রথম দিনই বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিয়মিত খবর, খবরের বিশ্লেষণ, প্রাসঙ্গিক খবর, প্রতিবেদন, ফিচার, কলাম, সাক্ষাৎকার, আলোচনা ও সাহিত্যের বিচিত্র উপস্থাপনা থাকবে এই সাইটে। এর সঙ্গে প্রতিদিন আমরা কিছু ‘বিশেষ আয়োজন‘ পাঠকের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ।
দোয়া এবং পাশে থাকার আবেদন সবার কাছে।
–সম্পাদক
