স্বীকৃতি আইনের গেজেট প্রকাশে আলেমদের স্বস্তি

আতাউর রহমান খসরু ।।  

কওমি শিক্ষা সনদের স্বীকৃতি সংক্রান্ত আইনের গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। এর মাধ্যমে কওমি শিক্ষা সনদের স্বীকৃতি প্রদানের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে মার্স্টাস (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান বিল ২০১৮’র গেজেট প্রকাশ করা হয়।

গত ৮ অক্টোবর সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব  ড. মো. আবদুর রব হাওলাদার স্বাক্ষরিত এ গেজেটটি প্রকাশিত হয়।।

গত ১৯ সেপ্টেম্বর ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

৮ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি প্রকাশ করে স্বাক্ষর করেন এবং একই দিনে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেটে কওমি মাদরাসার পাঠ্যক্রম ও পাঠ্যসূচি থেকে শুরু করে আকিদা-বিশ্বাস-মাজহাব সকল স্বকীয়তা রক্ষার কথা বলা হয়েছে।  সাথে সাথে কওমি মাদরাসা দারুল উলুম দেওবন্দের মূলনীতির উপর পরিচালিত হবে সে অঙ্গীকারও করা  হয়েছে।

হাইয়াতুল উলয়ার অবকাঠামো, কার্যাবলী, পরিচালনা পদ্ধতি, কমিটির গঠন, সম্প্রসারণ ও সংকোচন বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এ দিকে কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির সকল আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন হাইয়াতুল উলয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

উলামায়ে কেরামের দাবি অনুযায়ী সরকার দারুল উলুম দেওবন্দের মূলনীতি অনুযায়ী কওমি শিক্ষা সনদের স্বীকৃতি দেয়ায় তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন এবং সরকারকে অভিনন্দন জানান।

দেশের শীর্ষ আলেম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন, আল হামদুলিল্লাহ! স্বীকৃতি চেয়েছিলাম আমরা পেয়েছি। যেভাবে চেয়েছিলাম সেভাবে পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের ইতিহাস ও ঐতিহ্য যেন আমরা রক্ষা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি বেফাক ও হাইয়াতুল উলয়ার কর্তা ব্যক্তিদের অনুরোধ করবো তারা যেনো আগামী প্রজন্মকে রক্ষা করার চেষ্টা করেন। আমাদের ছেলেরা যেন নকল না করে। অসৎ পন্থা অবলম্বন না করে।’

কওমি শিক্ষা সনদের স্বীকৃতির আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আল্লাহর কৃতজ্ঞতা ও সরকারকে মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ‘আজকের দিনটি অবশ্যই আনন্দের। আমাদের ভালো লাগছে। দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো আজ। তবে আমাদের অনেক দায়িত্বও বেড়ে গেছে। এখন আমরা তাহজিব-তামাদ্দুন ঠিক রেখে সামনে এগুতে চাই।’

হাইয়াতুল উলয়ার সদস্য ও বিশিষ্ট আলেম মাওলানা মাহফুজুল হক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করছি যে আমাদের দাবি অক্ষুণ্ন রেখে আজ সকল আইনি প্রক্রিয়া শেষ হলো। এজন্য আমি আমাদের অতীত মুরব্বিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বর্তমান মুরব্বিদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন।

আল্লামা আনওয়ার শাহ ও মাওলানা আবদুল কুদ্দুসের মতো তিনিও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি শিক্ষার্থীদের উদ্দেশে বলবো, আমাদের মুরব্বিরা স্বীকৃতি চেয়েছেন তবে তার চেয়ে বেশি চেয়েছেন আমাদের ইতিহাস ও ঐতিহ্য যেন অক্ষুণ্ন থাকে। নতুবা এই স্বীকৃতি হয়তো আরও আগেই হয়ে যেতো। তাদের প্রথম প্রত্যাশা সরকার পূরণ করেছে আর দ্বিতীয় প্রত্যাশা পূরণ করতে হবে আমাদের।

প্রকাশিত গেজেটের পিডিএফ কপি: কওমি সনদ

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘তিতলি’ : ৪ নম্বর বিপদ সংকেত
পরবর্তি সংবাদসাতক্ষীরা সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক