আজ খুলনায় আঘাত হানবে ‘তিতলি’, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

ইসলাম টাইমস ডেস্ক : ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা ঘূর্ণিঝড় তিতলি আজ দুপুরে বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশে আঘাত হানার পূর্বে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

তিতলি ইতিমধ্যে ভারতের উপকূলে আঘাত হেনেছে। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানতে পারে।

তবে  বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তবে আবার যদি শক্তি সঞ্চার করে, তাহলে ক্ষয়ক্ষতি হতে পারে। দুর্বল হয়ে আবার শক্তি সঞ্চারের সম্ভাবনা ক্ষীণ বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে গতকাল বুধবার দিনভর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হয়েছে। চারটি সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গতকাল বিকেল থেকে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। এতে ঢাকাসহ সারা দেশেই নৌ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় গতকাল দুপুরে খুলনা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় দুর্যোগ মোকাবেলায় জেলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানানো হয়। জেলা ও উপজেলায় মেডিক্যাল টিমের সদস্যরা প্রস্তুত আছেন। ফায়ার সার্ভিসের সদস্য, সরকারি, বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবকরা সতর্ক আছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০৪১-৭২০৩৬৯।

দুর্যোগ-পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বোর্ডের চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও খুলনা জোনের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর সদর দপ্তর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। আপত্কালীন সময়ে তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদনিরহংকারী ইমাম আবু হানিফা রহ.
পরবর্তি সংবাদরায়ের প্রতিবাদে বিএনপির ৭দিনব্যাপী কর্মসূচি শুরু