রায়ের প্রতিবাদে বিএনপির ৭দিনব্যাপী কর্মসূচি শুরু

ইসলাম টাইমস ডেস্ক :  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিএনপির ঘোষিত ৭ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালনের করবে।

গতকাল ১০ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্য রয়েছে, বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঢাকাসহ সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৩ অক্টোবর সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ১৪ অক্টোবর সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ১৫ অক্টোবর সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ১৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এছাড়া, ১৭ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে শ্রমিক দল।

পূর্ববর্তি সংবাদআজ খুলনায় আঘাত হানবে ‘তিতলি’, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
পরবর্তি সংবাদআমরা দিনবদলের যাত্রা শুরু করেছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী