শাহ মুহাম্মাদ খালিদ ।। টঙ্গী থেকে
তাবলিগ জামাতের বর্তমান সংকট নিরসনে দেশব্যাপী ওয়াজাহাতি জোড় অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ চলছে টঙ্গীর কলেজ গেইট পাইলট ময়দানে ওয়াজাহাতি জোড়।
সমুদ্রের নিম্নচাপের প্রভাবে গত কাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। তার পরও মানুষের ঢল নেমেছে টঙ্গীর কলেজ গেইট পাইলট ময়দানে। মাগরিবের সময় মাঠ কানায় কানায় ভরে গেছে। আশপাশের মসজিদের প্রতিটি তলা এবং ছাদও পূর্ণ হয়ে গেছে মানুষে।
দুপুর তিনটা থেকে শুরু হয়েছে আমন্ত্রিত আলেমদের আলোচনা। এরই মধ্যে বক্তব্য রেখেছেন বিবাড়িয়ার দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা সাজেদুর রহমান, ঢাকার বারিধারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হাসান, মিরপুর জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা জুনায়েদ আল হাবীবসহ অনেকেই।
মাগরিবের পর আলোচনা করার কথা রয়েছে ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মারকাযুদ দাওয়া আলইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী ও মাওলানা ওলীউর রহমান আযহারীসহ আরও অনেকের।
এ ছাড়া আরও বক্তব্য রাখবেন জামিয়াতুল আবরার রাহমানিয়ার মুফতি মানসূরুল হক ও বসুন্ধরার মুফতি ইনআমুল হক।
ওয়াজাহাতি জোড়টির সার্বিক ব্যবস্থাপনায় আছেন টঙ্গী দারুল উলুমের মুহতামিম মুফতি মাসউদুল করীমসহ স্থানীয় ওলামায়ে কেরাম। এটি দুপুর তিনটায় শুরু হয়েছে। রাত নয়টা পর্যন্ত চলবে।
