তিতলির প্রভাবে শাহপরীর দ্বীপে ভাঙ্গণ, বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়ি

ইসলাম টাইমস ডেস্ক : ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ভাঙ্গণ দেখা দিয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

গত দুইদিনে অর্ধশতাধিক বসত ঘর ও দোকান বিলীন হয়ে গেছে এবং আরও শতাধিক পরিবার হুমকিতে রয়েছে। বিলীন হওয়া স্থাপনার মধ্যে একটি মসজিদও রয়েছে।

স্থানীয়রা জানান, সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া, মাঝের পাড়া ও জালিয়া পাড়া এলাকার ঘের সংলগ্ন অর্ধশতাধিক বসতবাড়ি বিলীন হয়ে যায়।

এছাড়া ইউনিয়নের ঘোলাপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া ও জালিয়াপাড়া এলাকার একাংশে ভাঙন তীব্র হচ্ছে দিন দিন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রবিউল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।

পূর্ববর্তি সংবাদইন্টারনেটে সমস্যা হতে পারে আগামী ৪৮ ঘণ্টা
পরবর্তি সংবাদমানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড