ভাসানচর প্রস্তুত, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই রোহিঙ্গাদের পাঠানো হবে : ত্রাণমন্ত্রী

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনের ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আপাতত সেখানে ২৫ হাজার রোহিঙ্গা পরিবারকে নেওয়া হবে। সব কাজ শেষ হলে সেখানে এক লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে স্থানান্তর করা যাবে।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এসব তথ্য প্রদান করেন।

তিনি বলেন, সব রেডি, প্রধানমন্ত্রী যেদিন বলবেন, সেদিনই। আমরা প্রস্তুত।

মন্ত্রী অল্প সময়ে ভাসানচর প্রস্তুত করায় বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কেটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। সম্পূর্ণ সরকারি অর্থায়নের এ প্রকল্পের কাজ ২০১৯ সালের নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারিত আছে।

পূর্ববর্তি সংবাদমানব জীবনে যেভাবে পাপের বিস্তার ঘটে
পরবর্তি সংবাদবন্দী শিবিরে উইঘুর মুসলিমদের আত্মপরিচয় ভুলিয়ে দেয়ার চেষ্টা