আজান-নামাজের সময় বন্ধ থাকবে পূজার বাদ্য-বাজনা : ডিএমপি

ইসলাম টাইমস ডেস্ক : নামাজ ও আজানের সময় পূজার বাদ্য-বাজনা বন্ধ রাখতে হবে বলে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও নিরাপত্তার স্বার্থে  দুর্গাপূজায় পটকা, আতশবাজি ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ডিএমপি ।

আজ রোববার দুর্গা পূজা উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি আরও বলেন, দুর্গাপূজা ধর্মীয় বড় উৎসবের মধ্যে অন্যতম। এই উৎসবকে ঘিরে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে কয়েকস্তরের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

পূর্ববর্তি সংবাদভারতে মুসলিম নিপীড়ন উস্কে দিচ্ছে বিজেপি সরকার : সালমান খুরশিদ
পরবর্তি সংবাদকীটনাশকের অভাবে খুলনায় নষ্ট হচ্ছে ৩০ হাজার মেট্রিক টন গম