ইসলাম টাইমস ডেস্ক : আজ রোববার দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জেলায় জেলায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ৫ অক্টোবরের মহাসমাবেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছে দলটি।
স্মারকলিপিতে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাসহ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ ১০ দফা দাবি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সারাদেশে স্মারকলিপি পেশ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সরকার আবারও ৫ জানুয়ারি মত নির্বাচনের চেষ্টা করছে। নির্বাচনের নামে তামাশা করার সুযোগ সরকারকে দেয়া হবে না। তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাশ করে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন অযোগ্য ও দলীয় আজ্ঞাবহ তাও প্রমাণিত হয়েছে। এই কমিশনের পদত্যাগ এবং নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সকল দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছি আমরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, একই দাবিতে ১৬ অক্টোবর প্রেসিডেন্টের বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
