ঢাকা শ্যামলিবাগের মাদরাসাতুল কাউসার আলইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা সাঈদুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে মুসল্লিরা তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গত শনিবার তাকে গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার দুপুরে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
মাওলানা সাঈদুর রহমান (৫২) হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর দৌহিত্র। পরিবারের সদস্যগণ তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
