একটি ভুল প্রচলন

কোনো কোনো এলাকায় মৃতব্যক্তির জানাজার নামাজের আগে তার অভিভাবক বা ইমাম সাহেব উপস্থিত মুসল্লিদের জিজ্ঞেস করেন, এ লোকটি কেমন ছিল? তখন ইচ্ছায়-অনিচ্ছায় সবাই উত্তরে বলে থাকে, ‘ভালো ছিল’।

এভাবে তিনবার জিজ্ঞেস করা হয় এবং তিনবার জবাব নেওয়া হয়। এটি করা হয় রেওয়াজ হিসেবে। এ রেওয়াজ ও প্রচলনটি ভুল। শরিয়তের কোনো দলিলে এ ধরনের কোনো আমলের অস্তিত্ব নেই।

সাধারণত মনে করা হয়, এভাবে সম্মিলিতভাবে তার ব্যাপারে ভালো ছিল বললেই মৃতব্যক্তি ভালো হিসেবে স্বীকৃতি পাবে। আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন।

কিন্তু বোঝার বিষয় হল, কোনো ব্যক্তি যদি বাস্তবে ভালো না হয় তাহলে এরূপ বলার দ্বারা সে ভালো সাব্যস্ত হবে না এবং মানুষের মনেও এমন বিশ্বাস জন্মাবে না যে, সত্যি লোকটা ভালো ছিল। আর যদি বাস্তবে সে ভালো থেকে থাকে তাহলে এ রেওয়াজি স্বীকৃতির কোনো প্রয়োজন নেই।

তাই এ ভুল প্রচলনটি পরিহার করা জরুরি।

সৌজন্যে: মাসিক আলকাউসার

পূর্ববর্তি সংবাদ২১-এর আগে দাওরা পরীক্ষা নয়
পরবর্তি সংবাদপাখির রাজা উটপাখি