ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে তার সংশোধন দাবি করেন।

সোমবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন শুরু করেন।

মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বিভিন্ন দাবি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সমকালে ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফি, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ।

মাহফুজ আনাম বলেন, ‘আমরা ডিজিটাল আইনের বিরুদ্ধে নই। আমরা এই আইনের বিশেষ কতকগুলো ধারার সংশোধন দাবি করছি। আমরা চাই-আগামী সংসদ অধিবেশনে এই আইনটি সংশোধনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক।

সম্পাদক পরিষদ ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারার সংশোধন দাবি করেন। সেগুলো হলো ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ নং ধারা ।

পূর্ববর্তি সংবাদবাক স্বাধীনতা খর্বের অভিযোগ এনে কমিশন সভা বর্জন করলেন মাহবুব তালুকদার
পরবর্তি সংবাদমিয়ানমারে উগ্র বৌদ্ধদের মিছিল, জনসম্মুখে আবারও সেই কসাই