পাখির রাজা উটপাখি

আমাদের চারপাশে ছড়িয়ে আছে হাজারো প্রাণি। একেকটি প্রাণির বৈশিষ্ট্য একেক রকম। তাদের কারো কারো বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড এমন আছে, যা শুনলে পাঠকমাত্রই অবাক হয়ে যাবেন। আধুনিক বিজ্ঞান দীর্ঘ গবেষণার পর বিভিন্ন পশু ও পাখির এমনই কিছু অদ্ভুত তথ্য হাজির করেছে। সেগুলো জানলে বুঝা যায়, আল্লাহ তায়ালা কত নিপুণ করে তৈরি করেছেন পৃথিবীর প্রতিটি প্রাণিকে।  আজকে বিজ্ঞান-আলোচনায় রইল উট পাখির অদ্ভুত সব তথ্য।

উটপাখির কিছু অনন্য বৈশিষ্ট্যঃ

·   উটপাখিকে পাখিদের মাঝে সবচেয়ে বড় পাখি বলা হয়। একটি পুরুষ উটপাখি ৭ ফুট থেকে ৯ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং নারী উটপাখি ৫.৬ ফুট থেকে ৬.৬ ফুট পর্যন্ত হয়ে থাকে।

·   উটপাখিকে টিকে থাকার দিক থেকে সবচেয়ে পুরোনো পাখিও বলা হয়। ১২০ মিলিয়ন বছর ধরে তারা পৃথিবীতে টিকে আছে।

·   উটপাখির লাথি একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট।

·   উটপাখি ঘোড়ার মত দৌড়াতে পারে। এটি ঘণ্টায় ৪৩ মাইল বেগে দৌড়াতে পারে এবং পুরুষ উটপাখি সিংহের মত গর্জন করতে পারে।

·   স্থলজ প্রাণীদের মধ্যে উটপাখির চোখই সবচেয়ে বড় চোখ। এতটাই বড় যে এর মস্তিষ্কের পরিমাণ এর চোখের চেয়ে কম।

·   উটপাখি এবং জেব্রা প্রায় একসাথে থাকে শিকারী হতে নিজেদের রক্ষা করার জন্য। উটপাখির দৃষ্টিশক্তি জেব্রা হতে ভালো আবার জেব্রার ঘ্রাণ এবং শ্রবণশক্তি উটপাখি হতে উন্নত।

·   উটপাখির সমাজে এক অদ্ভুত উপায়ে সমতা আছে। উটপাখি ডিম পাড়ার পর সেই ডিম দিনের বেলায় মহিলা উটপাখি তা দেয় এবং রাতের বেলায় পুরুষ উটপাখি তা দেয়। জন্মের আগ থেকেই সন্তানের দায়িত্ব ভাগাভাগি করে নেয় তারা।

দুনিয়ার অলস পুরুষ মানুষদের শিক্ষা নেয়া উচিত তাদের  থেকে।

পূর্ববর্তি সংবাদএকটি ভুল প্রচলন
পরবর্তি সংবাদপদ্মা সেতুর অর্থায়ন বন্ধে একজন সম্পাদকেরও ভূমিকা আছে : প্রধানমন্ত্রী