২১-এর আগে দাওরা পরীক্ষা নয়

আতাউর রহমান খসরু ।।

কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পরীক্ষার জন্য পরীক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর। আজ (১৫ অক্টোবর) হাইয়াতুল উলয়ার নিজস্ব ওয়েবসাইটে ‘পরীক্ষার্থী নিবন্ধন ফরম পূরণের নিয়মাবলী’ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া ১৪৪০ হিজরি মোতাবেক ২০১৯ খ্রিষ্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ এপ্রিল ২০১৯ তারিখে তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বোর্ডটি।

জাতীয় সংসদে কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আইন পাশ হওয়ার পর এটিই হবে হাইয়াতুল উলয়ার অধীনে প্রথম কেন্দ্রীয় পরীক্ষা এবং বোর্ড গঠনের পর তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষা।

ইতিমধ্যে সরকারি আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে হাইয়াতুল উলয়া তার পরীক্ষার নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে। ‘পরীক্ষার্থী নিবন্ধন ফরম পূরণের নিয়মাবলী’তে বলা হয়েছে, পরীক্ষার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর, জন্মতারিখ লেখার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের অনুসরণ করতে হবে ইত্যাদি।

হাইয়াতুল উলয়ার দফতর সম্পাদক মাওলানা অসিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক সময় ছেলেরা না বুঝে বয়স দিয়ে রাখে ১৬-১৮ বছর। অথচ এ বয়সে মাস্টার্স পরীক্ষা দেয়া অসম্ভব। তবে এ আইন বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে কিছুটা শিথিলতা থাকতে পারে।

এছাড়াও তাকমিল পরীক্ষার সঙ্গে যুক্ত হয়েছে কেরাত পরীক্ষা। কেরাত পরীক্ষার নম্বর মূল নম্বরে যোগ না হলেও কেরাতে পাশ না করলে তাকে সনদ দেয়া হবে না বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আগামী ১৫ রবিউল আউয়ালের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।  তবে ৩০ রবিউল আউয়াল পর্যন্ত বিলম্ব মাশুলসহ নিবন্ধন করা যাবে।

হাইয়াতুল উলয়ার মারকাজ (কেন্দ্র) তালিকায়ও কিছু পরিবর্তন এসেছে। গত বছর যেসব কেন্দ্র তাদের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাওলানা অসিউর রহমান। বাদ পড়া কেন্দ্রের সংখ্যা ১১২টি।

গত বছর তাকমিল জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় ৩২২টি কেন্দ্র থেকে ২০৭৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সংশোধিত তালিকা অনুযায়ী এবার মোট ২১০টি মারকাজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে পুরুষ মারকাজ ১০৩টি এবং মহিলা মারকাজ ১০৭টি।

মাওলানা অসিউর রহমান ইসলাম টাইমসকে জানান, অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীরা মান্নোয়ন পরীক্ষা দিতে পারবে। তবে গত দুই বছরের পরীক্ষার্থীরাই শুধু স্বীকৃতির মান পাবেন।

পরীক্ষার্থী নিবন্ধন ফরম পূরণের নিয়মাবলী পিডিএফ : নিবন্ধন-নিয়মাবলী

পূর্ববর্তি সংবাদপ্রফেসর হজরতের সঙ্গে আরেকদিন আরেক বেলা
পরবর্তি সংবাদএকটি ভুল প্রচলন