নিজস্ব প্রতিবেদক : সংসদ ভেঙ্গে দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগী হতে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আহবান জানিয়েছেন চরমোনাই-এর পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেই রাষ্ট্রের এই রাজনৈতিক অচলাবস্থার দূর করতে উদ্যোগী হবে।
আজ মঙ্গলবার পুরানা পল্টনের হাউজ বিল্ডিং চত্ত্বরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান মিছিল পূর্ব সমাবেশে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা বারবার প্রমাণ হয়েছে। সুতরাং এ সংসদ ভেঙ্গে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করে। তাই বর্তমান নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে।
এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসলামী আন্দোলন ঘোষিত ১০ দফা দাবী মেনে নেয়ারও আহবান জানান।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা লোকমান হুসাইন জাফরী, মুফতি দেলোয়ার হোসাইন সাকী, কেএম আতিকুর রহমান, ইন্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের আমীরের নেতৃত্বে একটি মিছিল বঙ্গভবনের উদ্দেশে বের হলে বায়তুল মোকাররমের উত্তর গেটে তা থামিয়ে দেয়া হয়। অতপর দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
মহামান্য রাষ্ট্রপতির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রটোকল অফিসার নাসির উদ্দীন সরোয়ার।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক আশরাফ আলী আকন্দ, মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, মাওলানা ইমতিয়াজ আলম ও অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
