রোহিঙ্গাদের পাশ কাটিয়ে মিয়ানমারে শান্তি আলোচনা শুরু

ইসলাম টাইমস ডেস্ক : রোহিঙ্গাদের পাশ কাটিয়েই মিয়ানমারে শান্তি আলোচনা শুরু করেছে দেশটির সরকার। এ আলোচনায় অংশগ্রহণ করছে  মিয়ানমার সরকার, সেনাবাহিনী ও দেশব্যাপী ১০টি অস্ত্রবিরতি চুক্তিতে (এনসিএ) স্বাক্ষরকারী জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও)।

গতকাল সোমবার মিয়ানমারের রাজধানী নাইপিডো ত্রিপাক্ষিক এ শান্তি আলোচনা শুরু হয়েছে।

এনসিএ চুক্তি স্বাক্ষরের তৃতীয় বার্ষিকী উপলক্ষে চারদিনের এ আলোচনার লক্ষ্য হচ্ছে দেশের রাজনৈতিক আলোচনার বিভিন্ন স্তরে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করা।

এ আলোচনায় রোহিঙ্গা জনগোষ্ঠির কোনো প্রতিনিধি না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমার সরকারের সমালোচনা করছে।

গত জুলাইতে মিয়ানমারের ২১ শতকের পংলং শান্তি সম্মেলনের তিনমাস পর এ আলোচনা শুরু করা হলো।

শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্টেট কাউন্সেলর অং সান সুকি, প্রতিরক্ষা সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সেন-জেন মিন অং হলাইং ও কেইন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সভাপতি সাউমুতু সায়ি পোয়ি। তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ১০টি সশস্ত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন।

পূর্ববর্তি সংবাদপদ্মা সেতুর অর্থায়ন বন্ধে একজন সম্পাদকেরও ভূমিকা আছে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদযেকোনো সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি