ইসলাম টাইমস ডেস্ক : হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ফের হামলা শুরু করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। ইসরাইল বলছে তাদের যুদ্ধ বিমানগুলো গাজা উপত্যকার ২০টি লক্ষবস্তুতে আঘাত হেনেছে।
গাজার স্বাস্থ্যমন্ত্রী নাজি আহমদ আল জানিন বলেছেন, বুধবার উত্তর গাজায় ইসরাইলি আঘাতে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ৬ স্কুল শিক্ষার্থীও রয়েছে। যারা মধ্য গাজায় তাদের স্কুল দারুল বালাহ-তে যাচ্ছিলো।
ইসরাইলি হামলায় আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে, দক্ষিণ গাজা, মধ্য গাজা ও খান ইউনুস।
ইসরাইল এ হামলার জন্য গাজা থেকে ইসরাইলের উদ্দেশ্যে নিক্ষেপ করার রকেটকে দায়ী করছে। যা দক্ষিণ ইসরাইলে ছোড়া হয়। তবে কোনো লক্ষবস্তুতে আঘাত হানার পূর্বে ধ্বংস করা হয়।
গতকাল ভোর রাতে ইসরাইলি শহর বীরসেবা লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়।
এ হামলার জন্য ইসরাইল হামাসের উপর দায় চাপাচ্ছে। তবে হামাস তা অস্বীকার করেছে এবং অভিযোগকে হামলার অজুহাত হিসেবে উল্লেখ করেছে।
সূত্র : আল জাজিরা
