যৌন হেনস্থার অভিযোগে এম জে আকবরের পদত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক : যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন ‘#মি টু’-এর জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।  একাধিক সাবেক নারী সহকর্মী তার বিরুদ্ধে অভিযোগ আনার পর পদত্যাগ করেন তিনি।

তবে তিনি বলেছেন, ‘আমি আদালতে ন্যায় বিচার জন্য ব্যক্তিগত সমর্থে লড়াই করবো। আমার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগগুলোকে চ্যালেঞ্জ করবো। এজন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছি।’

টাইমস অব ইন্ডিয়া দিয়ে সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করা এম জে আকবর পরে কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্যা টেলিগ্রাফ’র সম্পাদক হন।

তার বিরুদ্ধে প্রিয়া রামানি নামের এক নারী সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ তুলেন। প্রায় এক বছর আগে ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে প্রকাশিত প্রবন্ধে তিনি এই যৌন নির্যাতনের কথা বলেছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, মন্ত্রী আকবর সম্পাদক থাকাকালীন তারা যৌন হেনস্তার শিকার হন।

তবে আকবর তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো অস্বীকার করেন। সাংবাদিক প্রিয়া রামনির বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেন।

গত রোববার এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে পদত্যাগ করবেন না বলে জানান। কিন্তু নানাবিধ চাপে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।

আরও পড়ুন : ‘হ্যাশট্যাগ মিটু’ খুলে দিচ্ছে ভোগবাদী সমাজের মুখোশ

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ২৫
পরবর্তি সংবাদ`ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বাক্যটি এই উম্মতের বৈশিষ্ট্য