সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক : সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয় দেশের স্বার্থে এই ব্যাপারে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

আজ বুধবার সকালে বাদশাহ সৌদ রাজপ্রাসাদে সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

তিনি বলেন, ‘আমি পারস্পরিক স্বার্থেই আপনাদেরকে বাংলাদেশে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাতে আমাদের উন্নয়ন অভিযাত্রায় একে অপরের হাতে হাত রেখে চলতে পারি।’

শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে যান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি উদ্যোক্তাদের দেশের বিভিন্ন উদীয়মান খাত যেমন পুঁজি বাজার, বিদ্যুৎ, জ্বালানি, টেলিকমিউনিকেশন এবং তথ্য প্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

পূর্ববর্তি সংবাদনরসিংদীতে নিলুফার ভবনে দুই নারীর আত্মসমর্পণ
পরবর্তি সংবাদগাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ২৫