ইসলাম টাইমস ডেস্ক : মসজিদ পোড়ানোর দায়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে এ জঘন্য কাজ করে বলে নিশ্চিত হওয়ার পর আদালত তাকে এ শাস্তি দিলো।
গতকাল বুধবার সিনিয়র জেলা জজ জন রেইনি এ রায় প্রদান করেন।
২০১৭ সালের ২৮ জানুয়ারি টেক্সাসের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভিক্টোরিয়া ইসলামিক সেন্টার পোড়ানো হয়। এ অপরাধে জড়িত থাকায় জুলাই মাসে মার্ক পেরেজ নামের এ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের রায়ের বরাত দিয়ে বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে বলা হয়, আগুন দিয়ে পোড়ানোর এক সপ্তাহ আগে ২৬ বছর বয়সী এ ব্যক্তি মসজিদের অবকাঠামো ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তা দেখে আসে।
অভিযুক্ত ব্যক্তি এ ঘটনার মাধ্যমে আতংক ছড়াতে চেয়েছিল।
তিনি রায় প্রদানের সময় বিচারক বলেন, ‘এ দেশের কেউ প্রকাশ্যে তাদের নিজ ধর্মপালনে এবং নিজস্ব বিশ্বাস প্রকাশে ভীত থাকবে না।’
সূত্র : আল জাজিরা
