ইসলাম টাইমস ডেস্ক ।।
সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে লাখো মানুষের ভালোবোসা আর চোখের জলে বিদায় নিলেন কিংবদন্তি পুরুষ প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে তাঁর প্রতিষ্ঠিত কাজির বাজার জামেয়া সংলগ্ন বাগানে তাঁকে সমাহিত করা হয়।
মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন তার দ্বিতীয় ছেলে মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ।
জানাজা উপলক্ষ্যে জুমার নামাজের পর থেকেই হাজার হাজার সমবেত হন আলিয়া মাদরাসা মাঠে। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকেন তাঁর সহকর্মী, অনুরাগী, শিষ্য, সমর্থকরা। জনস্রোত আলীয়া মাদরাসা মাঠ ছাপিয়ে ছড়িয়ে পড়ে চৌহাট্টা রিকাবি বাজার-সড়ক, দাঁড়িয়া পাড়া-জল্লারপাড় সড়ক, চৌহাট্টা থেকে জিন্দাবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা সড়কেও।
বেলা আড়াইটা থেকে তার লাশ সামনে রেখে বক্তব্য দেন আলেম উলামা, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মেয়র আরিফুল হক বলেন, আজ জুমার দিনে আমরা হারিয়েছি দেশ বরেণ্য এক ইসলামি চিন্তাবিদকে। কাজির বাজার মাদরাসার অধ্যক্ষ প্রিন্সিপাল হাবীবুর রহমানকে, যিনি সিলেটের তৌহিদি জনতার অন্যতম নেতা।
তার সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। একসঙ্গে কারাবরণও করেছি। আজ তিনি চলে গেলেন। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি যেন তিনি তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।
সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা বদরুদ্দীন আহমদ কামরান বলেন, মাওলানা হাবীবুর রহমান সারা জীবন ইসলামের জন্য কাজ করেছেন। তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি যখন একটি মসজিদে ইমাম ছিলেন তখন থেকে আজকের প্রিন্সিপাল হাবীব পর্যন্ত আমার সুসম্পর্ক।
তিনি শুধু একজন ইমাম বা আলেম ছিলেন না তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিক। সিলেটের মাটিতে যখনই কোনো অন্যায় কাজ শুরু হয়েছে তিনি ঝাপিয়ে পড়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন।
জাতীয় পার্টির সংসদস সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অগ্রদূত আজ বিদায় নিয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত আজ। তিনি ছিলেন আমাদের মুরুব্বি, আমাদের পরিবারেরও পরামর্শক।
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা যুবায়ের আহমদ আনসারী বলেন, আজ আমরা বীর মুজাহিদ প্রিন্সিপালের জানাজায় হাজির হয়েছি। যিনি কেবল একজন আলেম নন, একটি বড় প্রতিষ্ঠান। যার আন্দোলনে বাতিল পালিয়েছে, নাস্তিক তসলিমা ও দাউদ হায়দার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার কাজ আমরা চালিয়ে নেয়ার জন্য শপথ নিচ্ছি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, আমি খলিফায়ে মাদানী জমিয়তের সভাপতি আল্লামা আবদুল মোমিনের পক্ষ থেকে শোক বার্তা জানাচ্ছি। তিনি প্রিন্সিপাল হাবীবের জন্য দুয়া করেছেন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আল্লামা প্রিন্সিপাল হাবীবুর রহমানের লাশ সামনে রেখে আজ আমি এটুকু বলতে চাই, ইসলামী নেতৃত্বের জন্য তিনি নির্লোভে কাজ করেছেন।
আজ আমরা বহু নেতাকে চারদিকে দেখি কিন্তু তার মতো এমন নির্ভিক ও নির্লোভ লোক কম দেখি। তার গুণগুলো আমাদের অর্জন করতে হবে।
তিনি কাজির বাজার মাদরাসা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতো যে সমস্ত আমানত রেখে গেছেন তা রক্ষা করতে হবে। তাহলেই তার আত্মা শান্তি পাবে।
সিলেটের শীর্ষ আলেমে দীন মাওলানা শফিকুল হক আমকুনী বলেন, দুনিয়া থেকে সবাইকে একদিন যেতে হবে। বিদায় নিতে হবে। তার আগে যেন আমাদের আমল ঠিক হয়। আমরা যেন নেক আমল নিয়ে দুনিয়া ছাড়তে পারি। আমাদের যেন আল্লাহ সে তৌফিক দেন।
এছাড়াও জানাজার পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, মুফতি রশিদুর রহমান ফারুক, কাজির বাজার জামেয়ার শায়খুল হাদিস আহমদ আলী, সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, মজলিস নেতা মাওলানা মামুনুল হক, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের বড় ছেলে ও কাজিরবাজার মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুসা।
জানাজায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাই, জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এমএ মুমেন, জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জিয়া উদ্দীন, কাজির বাজার মাদরাসার সিনিয়র শিক্ষক ও হোস্টেল সুপার মাওলানা আব্দুস সুবহান, শিক্ষা সচিব মুফতি মাওলানা শফিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, রেংগা মাদরাসার শাখুল হাদিস মাওলানা শিহাব উদ্দিন, দরগা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
