কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি

ইসলাম টাইমস ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের মজনু মন্ডলের বাড়ির আঙ্গিনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে জহুর এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের বিবদমান বিরোধের জেরধরে এ সংঘর্ষে ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম (৩০), আমরামুল হক মন্ডল (৩৪), আব্দুল কুদ্দুস গাজী (৪৮), নজরুল ইসলাম (৬০), নাজমুল ইসলাম (৩৬), ডাবলু (২৪), মজনুর রহমান (৩৫), লিটু (৩৫), জনি (১৭),আব্দুল াগফ্ফার (২৫) এবং আব্দুর রহিম গ্রুপে গোলজার আলী (৫০), জসিম উদ্দিন (৩৮), মঙ্গল আলী (৪৭)। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
পরবর্তি সংবাদকুরআন হেফজের সঙ্গে সেক্যুলার শিক্ষা!