ইসলাম টাইমস ডেস্ক : প্রায় চল্লিশ বছর পর তুরস্কের একটি মসজিদের কেবলা দিক হলো। নির্মাণকালে মসজিদের কেবলা মক্কা থেকে ৩৩ ডিগ্রি বাঁকা ছিলো। এতোদিন সেভাবেই নামাজ পড়েছে সবাই।
তুরস্কের পশ্চিমে অবস্থিত সুগার্ন অঞ্চলে অবস্থিত মসজিদটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত।
সম্প্রতি মসজিদের নতুন ইমাম নিয়োগ হওয়ার পর তিনি এ ভুল ধরতে পারেন। ইমাম ঈসা খায়া (২৪) বিষয়টি স্থানীয় মুফতির দৃষ্টি আকর্ষণ করলে তারা বিষয়টি যাচাই করে এবং ঈসা কায়ার কথার সত্যতা খুঁজে পান।
ভুল সংশোধন করে ঠিক কাবামুখী হয়ে নামাজ আদায় করছে মুসল্লিরা। তবে মেহরাব ব্যবহার করা যাচ্ছে না।
গ্রামের মুসল্লিরা বলছেন, ভুল প্রকাশে তারা খুশি কিন্তু অতীতের নামাজ নিয়ে চিন্তিত অনেকেই।
সূত্র : মেইল অনলাইন
