আজ জেনেভার উদ্দেশে দেশত্যাগ করবেন রাষ্ট্রপতি

ইসলাম টাইমস ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন । জেনেভায় জাতিসংঘ দফতরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

আগামীকাল  ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে এ সমাবেশ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওগণ যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বিবার্ষিক এই সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবেন।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি জেনেভায় তার ৫ দিনের সফর সমাপ্ত করে ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

সূত্র : বাসস

পূর্ববর্তি সংবাদনির্বাচন সামনে রেখে স্যোসাল মিডিয়ায় সরব হোন -মোস্তফা জব্বার
পরবর্তি সংবাদআলজেরিয়ায় কর্মস্থলে বোরকা নিষিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ দেশটির জনগণ