ইসলাম টাইমস ডেস্ক : বেইজিংকে (চীন) উইঘুর মুসলিম সমাজের অধিকারের কথা বিবেচনা করা উচিত। বিশেষত উইঘুর মুসলিমদের ধর্মীয় এবং আন্দোলন করার স্বাধীনতার অধিকার রয়েছে। উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিরুদ্ধে রাষ্ট্র বা সমাজ কর্তৃক কোনো ধরনের সংঘাত হলে তা ক্ষমার অযোগ্য।
সামনের সপ্তাহে চীন সফর নিয়ে নিক্কিই এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহীম এ কথা বলেন।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এশিয়া বিভাগের পরিচালক জেমস সিন বলেন, ‘মালয়েশিয়া সবসময় উইঘুর মুসলিমদের প্রতি সহায়তার নীতি নিয়ে চলে এবং তারা চায় বেইজিং চীনের মুসলিমদের অধিকার সম্পর্কে আরো আগ্রহী হোক।’
