নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো উন্মুক্ত স্থান বা গণমানুষের উপস্থিতিতে সংবর্ধনা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদরাসার সম্মিলিত বোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া। আজ হাইয়াতুল উলয়ার নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর সভাপত্বি অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী সংবর্ধনা ছাড়াও একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
আজ ঢাকার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকাস্থ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১২টায় শুরু হয়ে দুপুর আড়াইটায় বৈঠক শেষ হয়।
কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আইন পাশে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয় হাইয়াতুল উলয়া। তবে গণমাধ্যমে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার খবর প্রকাশিত হলেও হাইয়াতুল উলয়া এমন সিদ্ধান্ত গ্রহণ থেকে সড়ে এসেছে।
বৈঠকে সিলেট আযাদ দ্বীনী এদারায়ে তালীম-এর প্রতিনিধি মাওলানা এনামুল হক ইসলাম টাইমসকে এসব তথ্য দেন।
তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর আল্লামা আহমদ শফীর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীকে উন্মুক্ত স্থান বা সর্বসাধারণের উপস্থিতিতে সংবর্ধনা দেয়া হবে না। বরং বিশিষ্ট উলামায়ে কেরামের উপস্থিতিতে তাকে সম্মাননা প্রদান করা হবে।’
বিশিষ্ট উলামায়ে কেরাম দ্বারা কারা উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, ‘দাওরায়ে হাদিস মাদরাসার প্রিন্সিপালগণ ও হাইয়াতুল উলয়ার সদস্যগণের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।’
তবে বৈঠকে সংবর্ধনার তারিখ ও স্থান চূড়ান্ত করা হয়নি। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আজ অথবা আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন উলামাদের একটি দল। এ সময় প্রধানমন্ত্রী সময় দিবেন। সে অনুযায়ী সংবর্ধনার সময় ও স্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বৈঠকের একাধিক সূত্র।
আল্লামা আহমদ শফীর সঙ্গে তার ছেলে মাওলানা আনাস মাদানী, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মুফতি নুরুল আমিন যাবেন বলে জানা গেছে।
এ বিষয়ে মুফতি নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মূলত যাবেন আল্লামা আহমদ শফী। অন্যদের যাওয়ার বিষয়টা অফিসিয়াল কোনো সিদ্ধান্ত নয়। এখন হজরত যাকে ভালো মনে করেন সাথে নিবেন।’
প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে আজ বা আগামীকাল যে কোনো সময় আল্লামা আহমদ শফী প্রধানমন্ত্রীকে দাওয়াত দিতে যাবেন বলেও জানান মুফতি নুরুল আমিন।
