নির্বাচন সামনে রেখে স্যোসাল মিডিয়ায় সরব হোন -মোস্তফা জব্বার

ইসলাম টাইমস ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সরব থাকার আহবান জানিয়েছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ ভোটারদের প্রভাবিত করতে বিশেষ ভূমিকা রাখবে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব হতে হবে। অপপ্রচার রুখতে হবে।

শনিবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ সমাজের ওপর বিপুল প্রভাব বিস্তার করে আছে। এ কারণে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে তরুণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হবে নানা পক্ষ থেকে। এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে হবে।

তিনি আরও বলেন, যদি কোনো মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো হয়, তাহলে তা সচেতন সবাইকে মন্ত্রণালয়, বিটিআরসি কিংবা আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

পূর্ববর্তি সংবাদবন্ধ করে দেয়া হলো মিরপুরে সাদপন্থীদের ইজতেমা প্রস্তুতি
পরবর্তি সংবাদআজ জেনেভার উদ্দেশে দেশত্যাগ করবেন রাষ্ট্রপতি