ইসলাম টাইমস ডেস্ক ।।
বন্ধ হলো তাবলিগ জামাতের সাদপন্থীদের ঢাকা জেলা ইজতেমার প্রস্তুতি। আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) মিরপুরের ১২ নম্বরে এ ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল মাওলানা সাদের অনুসারী গ্রুপ।
মিরপুর এলাকার তাবলিগ জামাতের একটি সূত্র জানায়, অনুমতি না নেওয়া এবং নিরাপত্তার বিঘ্ন ও বিশৃংখলা ঘটার আশংকায় আজ সন্ধ্যার পর মিরপুর থানা পুলিশ এ ইজতেমা বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মিরপুরের ১২ নম্বর ইস্টার্ন হাউজিং ময়দানে ইজতেমার জন্য সংগ্রহ করা বাঁশ ও অন্যান্য সামগ্রী সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানায়।
এ ইজতেমার মাধ্যমে মাওলানা সাদপন্থী গ্রুপ বড় ধরনের শোডাউনের আশা করছিল। ইজতেমা উপলক্ষে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাদ অনুসারী বিভিন্ন মুরব্বিদের সমবেত হওয়ার কথা ছিল।
মুরব্বিরা সমবেত হলে বাংলাদেশে সাদপন্থীদের আলাদা মারকাজ প্রতিষ্ঠাসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
