বন্ধ করে দেয়া হলো মিরপুরে সাদপন্থীদের ইজতেমা প্রস্তুতি

ইসলাম টাইমস ডেস্ক  ।। 

বন্ধ হলো তাবলিগ জামাতের সাদপন্থীদের ঢাকা জেলা ইজতেমার প্রস্তুতি। আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) মিরপুরের ১২ নম্বরে এ ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল মাওলানা সাদের অনুসারী গ্রুপ।

মিরপুর এলাকার তাবলিগ জামাতের একটি সূত্র জানায়, অনুমতি না নেওয়া এবং নিরাপত্তার বিঘ্ন ও বিশৃংখলা ঘটার আশংকায় আজ সন্ধ্যার পর মিরপুর থানা পুলিশ এ ইজতেমা বন্ধের নির্দেশ দেয়। পরবর্তীতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মিরপুরের ১২ নম্বর ইস্টার্ন হাউজিং ময়দানে ইজতেমার জন্য সংগ্রহ করা বাঁশ ও অন্যান্য সামগ্রী সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানায়।

এ ইজতেমার মাধ্যমে মাওলানা সাদপন্থী গ্রুপ বড় ধরনের শোডাউনের আশা করছিল। ইজতেমা উপলক্ষে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাদ অনুসারী বিভিন্ন মুরব্বিদের সমবেত হওয়ার কথা ছিল।

মুরব্বিরা সমবেত হলে বাংলাদেশে সাদপন্থীদের আলাদা মারকাজ প্রতিষ্ঠাসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পূর্ববর্তি সংবাদআন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৮-এ বিজয়ী হলো যারা
পরবর্তি সংবাদনির্বাচন সামনে রেখে স্যোসাল মিডিয়ায় সরব হোন -মোস্তফা জব্বার