রামপুরা যাচ্ছে হাইয়াতুল উলয়ার অফিস!

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অফিস মতিঝিল থেকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। আজ আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হাইয়াতুল উলয়ার নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

অফিস স্থানান্তর সংক্রান্ত উপকমিটির সদস্য মুফতী মোহাম্মদ আলী ইসলাম টাইমসে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান অফিসের স্থানসংকুলান না হওয়া, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকা এবং লিফটের ব্যবস্থা না থাকার কারণে অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হাইয়াতুল উলয়ার কমিটি।

মুফতী মোহাম্মদ আলী আরও জানান, ‘ঢাকা শহরের মধ্যে একটু খোলা মেলা জায়গা নতুন অফিস খোঁজার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ঢাকার বাহিরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় রামপুরা-আফতাবনগরকে অগ্রাধিকার দিয়ে নতুন অফিস খোঁজা হবে।’

অফিস পরিবর্তন সংক্রান্ত উপকমিটিতে আরও রয়েছেন, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি রুহুল আমীন ও মাওলানা মাহফুজুল হক।

ভূমি ক্রয়ের ক্ষেত্রেও রামপুরা-আফতাবনগরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে বৈঠকের অন্য একটি সূত্র জানিয়েছেন।

সূত্র জানান, আজকের বৈঠকে দুটি ভূমির ব্যাপারে প্রস্তাব উঠে। একটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এবং অপরটি রামপুর এলাকায়। তবে কেরানীগঞ্জ ঢাকা শহরের ভেতর না হওয়া তা বৈঠক প্রত্যাখ্যান করে। রামপুরার জমিটি যাচাইয়ের সিদ্ধান্ত নেয়।

ভূমিক্রয় সংক্রান্ত উপকমিটিকে এ বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়। এ কমিটি যাচাই-বাছাইয়ের পর নির্বাহী কমিটির কাছে রিপোর্ট ও প্রস্তাব পেশ করবেন। সে আলোকে ভূমি ক্রয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কোনো প্রকার সরকারি অনুদান ও অর্থায়ন ব্যতীত নিজস্ব অর্থায়নে ভূমি ক্রয় ও ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলয়ার একাধিক সদস্য।

পূর্ববর্তি সংবাদহিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ
পরবর্তি সংবাদকাশ্মিরে ভয়াবহ সংঘর্ষে নিহত ৮, আহত ২