শরণখোলায় মাদরাসা ছাত্রের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে একজন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শফিকুল ইসলাম (১১)।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা মডেল বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল সোনাতলা দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ওই গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে শফিকুল বাড়ির একটি আমড়াগাছে উঠে আমড়া পাড়ছিল। এ সময় হঠাৎ সে ডাল ভেঙে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এ সময় বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা দিন
পরবর্তি সংবাদহিন্দুধর্মের উৎসব ও আমাদের তরুণ সমাজ