ইসলাম টাইমস ডেস্ক : সুচতুর ভাবে খালেদা জিয়াকে মাইনাস করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, মির্জা ফখরুল, মওদুদ আহমেদ ও ড. কামাল হোসেনরা সুচতুরভাবে খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে। বিএনপির রাজনীতি এখন আর জিয়া পরিবারের হাতে নেই।’
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন মির্জা ফখরুল, ড. কামাল হোসেনদের হাতে চলে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর মির্জা ফখরুল সাহেবরা ড. কামাল হোসেনের নেতৃত্বে সুচতুর ভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে।
জাতীয় ঐক্য মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের একটি ঐক্য মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের একটি ঐক্য হচ্ছে জাতীয় ঐক্য।
