খাশোগিকে হত্যার পর তার জামা-কাপড় পরেই বেরিয়ে আসে হত্যাকারী

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় প্রতিদিন বেরিয়ে আসছে নতুন তথ্য। আজ (২২ অক্টোবর) খাশোগি হত্যা মামলার তদন্তের সঙ্গে জড়িত এক তুর্কি কর্মকর্তা আমেরিকান বার্তা সংস্থা সিএনএন-কে বলেছেন, খাশোগিকে হত্যা করতে আসা ১৫ সদস্যের সৌদি কিলিং স্কোয়াডের একজন সদস্য খাশোগিকে হত্যা করার পর তার জামা-কাপড় পরেই সৌদি সনস্যুলেট থেকে বেরিয়ে যান।

এই হত্যাকারীর নাম মুস্তফা আল-মাদানি। তদন্তকারীরা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত হন, মুস্তফা আল-মাদানি খাশোগিকে হত্যার কিছু সময় আগে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এ সময় তার পরনে ছিল কালো শার্ট এবং নীল জিন্সের প্যান্ট।

পরবর্তী ভিডিওতে আরও দেখা যায়, খাশোগিকে হত্যার কিছু সময় পর ইস্তাম্বুল শহরের একটি রাস্তায় দেখতে পাওয়া যায় আল-মাদানিকে। এসময় তার পরনে খাশোগি ওই পোশাক দেখা যায় যেটা খাশোগি কনস্যুলেটে ঢোকার আগে পরে ছিলেন।

সূত্র : আলজাজিরা

পূর্ববর্তি সংবাদসমাবেশ করতে না দেওয়ায় আগামী কাল হরতাল ডেকেছে লেবার পার্টি
পরবর্তি সংবাদবিএনপির সঙ্গে কি ইসলামি দলগুলোর দূরত্ব বেড়েছে?