সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় প্রতিদিন বেরিয়ে আসছে নতুন তথ্য। আজ (২২ অক্টোবর) খাশোগি হত্যা মামলার তদন্তের সঙ্গে জড়িত এক তুর্কি কর্মকর্তা আমেরিকান বার্তা সংস্থা সিএনএন-কে বলেছেন, খাশোগিকে হত্যা করতে আসা ১৫ সদস্যের সৌদি কিলিং স্কোয়াডের একজন সদস্য খাশোগিকে হত্যা করার পর তার জামা-কাপড় পরেই সৌদি সনস্যুলেট থেকে বেরিয়ে যান।
এই হত্যাকারীর নাম মুস্তফা আল-মাদানি। তদন্তকারীরা বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত হন, মুস্তফা আল-মাদানি খাশোগিকে হত্যার কিছু সময় আগে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। এ সময় তার পরনে ছিল কালো শার্ট এবং নীল জিন্সের প্যান্ট।
পরবর্তী ভিডিওতে আরও দেখা যায়, খাশোগিকে হত্যার কিছু সময় পর ইস্তাম্বুল শহরের একটি রাস্তায় দেখতে পাওয়া যায় আল-মাদানিকে। এসময় তার পরনে খাশোগি ওই পোশাক দেখা যায় যেটা খাশোগি কনস্যুলেটে ঢোকার আগে পরে ছিলেন।
সূত্র : আলজাজিরা
