ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান মারা গেছেন। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রেহানা প্রধানকে দ্রুত আসাদ গেইটের কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।’
৬৩ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের স্ত্রী।
রেহানা প্রধান দুই সন্তান রেখে গেছেন। একমাত্র মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি জাগপার সহ-সভাপতি; ছেলে রাশেদ প্রধান প্রকৌশলীও জাগপার মুখপাত্র।
সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডে বায়তুল হারাম জামে মসজিদে রেহানার জানাজার নামাজ হবে। এরপর বনানী কবরাস্থানে দাফন করা হবে।
রেহানা প্রধান দীর্ঘ সময় লালমাটিয়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ছিলেন।
ছাত্রজীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত রেহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নকালে ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
২০১৭ সালে ১৭ মে শফিউল আলম প্রধান মারা যাওয়ার পর জাগপার হাল ধরেন রেহানা প্রধান।
