নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের মৃত্যু নিয়ে আবারও গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কবি আল মাহমুদের মৃত্যু খবর ছড়িয়ে পড়ে।
খবর সত্যতা যাচাইয়ে ইসলাম টাইমস যোগাযোগ করে কবি আল মাহমুদের ছেলে শরীফ মাহমুদের সঙ্গে। তিনি বিষয়টি গুজব হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, আল্লাহর রহমতে আব্বা ভালো আছেন, সুস্থ আছেন।
শরীফ মাহমুদ আরও বলেন, ‘মূলত গতকাল আমার চাচা মারা গেছেন। সেটাই আব্বার মৃত্যুর খবর হিসেবে ছড়িয়ে গেছে।’
আল মাহমুদের একমাত্র এ ভাইয়ের নাম ছিলো ফরহাদ হোসেন। তিনি বি-বাড়িয়াতে বসবাস করতেন।
