আজ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ

জাতীয় ঐক্যফ্রন্ট

আজ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত প্রথম মহাসমাবেশ। সমাবেশে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজকগণ।

ইতিমধ্যে মহাসমাবেশের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জোটের নেতারা।

ঐক্যফ্রন্টের মূল উদ্যোক্তা কামাল হোসেন মঙ্গলবার রাতে সিলেট পৌঁছে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ‘মানুষের ঐক্য’ সৃষ্টি করতেই তাদের এই কর্মসূচি।

সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আন্দোলন জোরদারের লক্ষ্যে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এটাই তাদের প্রথম জনসভা।

কামাল হোসেনের উদ্যোগে গঠিত এই জোটে বিএনপি ছাড়াও রয়েছে আ স ম আবদুর রবের জেএসডি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

বুধবার দুপুর ২টায় রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সভাপতিত্ব করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

জনসভা শুরুর আগে কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা প্রথমে শহরে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। পরে মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করবেন তারা। সেখান থেকে খাদিমনগরে গিয়ে হজরত শাহপরানের মাজার জিয়ারত করে শহরে ফিরে জনসভাস্থলে যাবেন তারা।

কামাল হোসেন মঙ্গলবার রাতেই নেতাকর্মীদের নিয়ে হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন।

পূর্ববর্তি সংবাদমোবাইলের অযাচিত এসএমএস নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ
পরবর্তি সংবাদসিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্ট নেতারা