ইসলাম টাইমস ডেস্ক : চাঁদপুরে সড়কে যেন মৃত্যুর মিছিল লেগেছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসে একদিনে নিহত ৪ জন। তার পরের দিনই (২৩ অক্টোবর) আবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সাইফুর রহমান আফিফ (১৩) নামের এক তরুণ শিক্ষার্থী।
নিহত সাইফুর রহমান আফিফ ফরিদগঞ্জের খাড়কাদিয়া ঢালী বাড়ির ব্যবসায়ী মোবারক হোসেন ও সখিনা বেগমের ছেলে। ছয়-ভাই বোনের মধ্যে সে সবার ছোট। আফিফ ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
নিহত সাইফুর রহমান আফিফের মেজ ভাই সোহরাব ঢালী জানান, আফিফ মঙ্গলবার সকালবেলা প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় এক সহপাঠী-বন্ধুকে সাইকেলে করে এগিয়ে দিয়ে আসতে যায়। এ সময় দ্রুত গতির ট্রাক্টরের চাপায় পড়ে আফিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আলামিন ঢালী জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
নিহত সাইফুল ইসলাম আফিফ মৃত্যুর একদিন আগেও (সোমবার) নিরাপদ সড়কের দাবিতে স্কুলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও মিছিলে অংশ নেয়। আর সেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ। তারা এর উপযুক্ত বিচার চান।
