জাতিসংঘের মানবাধিকার কমিটি বলছে, ইসলামি পোশাক নিকাব নিষিদ্ধ করে ফ্রান্স মানবাধিকার লঙ্ঘণ করেছে। ফ্রান্সকে এই আইন পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
নিকাব পরার কারণে জরিমানার শিকার হওয়া দুই নারী ফরাসি আইনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানানোর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দেয় কমিটি।
ওই দুই নারীকে ক্ষতিপূরণ দিতেও ফরাসি আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছে কমিটি।
জাতিসংঘের মানবাধিকার কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি ওই আইন ‘মাত্রাজ্ঞানহীন।’
সংস্থাটি বলেছে, নিষিদ্ধের স্বপক্ষে যথেষ্ট কারণ দেখাতে পারেনি ফ্রান্স। এই আইনের ফলে অনেক নারী নিজেকে ঘরের ভেতর আবদ্ধ করে রাখতে বাধ্য হবেন।
