মোবাইলের অযাচিত এসএমএস নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক : এবার সংসদের মোবাইল অপারেটরদের খুদে বার্তা (এসএমএস) বা মেসেজ নিয়ে  ক্ষোভ প্রকাশ করলেন সংসদ সদস্যরা।

সংসদ ভবনে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ডাক, টেলি-যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা।

বৈঠকে বলা হয়,  এ বিষয়ে বিভিন্ন সময় গ্রাহকরা অভিযোগ করলেও আমলে নেয়নি মোবাইল অপারেটর কোম্পানীগুলো। তাই বিটিআরসিকে এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমেদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশগ্রহণ করেন।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বিটিসিএল, টেলিটক, বিকেশি, টেশিস, বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, ডাক অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদসৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগানে মিললো খাশোগির লাশ!
পরবর্তি সংবাদআজ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ