শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : স্পিকার

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবার দিকে এগিয়ে যাচ্ছে।

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির ভাষনে এই বক্তব্য রাখেন।

আানিস মোহাম্মদ অনূদিত ও অধ্যাপক আহমেদ রেজা সম্পাদিত ‘পিস অ্যান্ড হারমোনি’ কবিতা গ্রন্থটিতে দেশের খ্যাতিমান ৭১জন কবির শেখ হাসিনাকে নিয়ে লেখা ৭১টি কবিতা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত হয়েছে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমাদ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপিকা পান্না কায়সার।

বক্তব্য রাখেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ, ড. আবুল আজাদ, বইটির সম্পাদক অধ্যাপক আহমেদ রেজা, অভিনেত্রী শমী কায়সার ও বইটির অনুবাদক আনিস মোহাম্মাদ।

পূর্ববর্তি সংবাদপ্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরা হলো না আফিফের
পরবর্তি সংবাদফ্রান্সের নিকাব নিষিদ্ধের আইন মাত্রা জ্ঞানহীন : জাতিসংঘ