সংবিধান প্রণেতা এখন নষ্ট রাজনীতির প্রবর্তক : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লেছেন, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন আজ নষ্ট রাজনীতির প্রবর্তক। তিনি বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন।

আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গী সরকারি কলেজ মাঠে গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

এ সময় তিনি ঐক্যফ্রন্টের সাত দফাকে আগামী সংসদ নির্বাচন বানচালের সাত চক্রান্ত বলে অবহিত করেন।

সেতুমন্ত্রী বলেন, এ কেমন ঐক্য। এ ঐক্য বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে? কে এদের নেতা? মঞ্চে আছেন কামাল হোসেন আর পেছনে আসল নেতা দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিবাজ ও পলাতক নেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্ব ড. কামাল মেনে নিতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে?

পথসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল, এ কে এম এনামুল হক শামীম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ।

পূর্ববর্তি সংবাদজোটের রাজনীতিতে আদর্শ কতোটা মুখ্য?
পরবর্তি সংবাদসম্পন্ন হলো শরীয়তপুরের ওজাহাতি জোড়