সম্পন্ন হলো শরীয়তপুরের ওজাহাতি জোড়

নিজস্ব প্রতিবেদক : আজ শরীয়তপুরের তাবলিগি সাথী ও উলামায়ে কেরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শরীয়তপুর ওজাহাতি জোড়। জোড়ে বক্তব্য রাখেন শরীয়তপুরের বিশিষ্ট আলেম ও তাবলিগি মুরব্বিগণ।

শরীয়তপুর মারকাজ মসজিদ সংলগ্ন মাঠে এ জোড়ের আয়োজন করা হয়।

বিপুল সংখ্যক তাবলিগি সাথী ও উলামায়ে কেরামের উপস্থিতিতে সকাল ৮টায় শুরু হয় জোড় এবং তা চলে জোহরের নামাজের আগ পর্যন্ত।

ঢাকার জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মুহাদ্দিস মুফতি আকরাম বিন আবদুল হাই মুনশির জোড়ের উদ্বোধনী অনুষ্ঠানে তাবলিগ জামাত ও বাংলাদেশে তাবলিগি কাজের সূচনা ও ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, উলামায়ে কেরামের মাধ্যমেই তাবলিগের কাজ শুরু হয় এবং তাদের প্রচেষ্টায় ছড়িয়ে পড়ে।

এছাড়াও আলোচনা করেন, আশরাফুল উলুম কামরাঙ্গীরচরের মোহতামিম মুফতি হাবিবুর রহমান, মাদানীনগর মাদরাসা মুহাদ্দিস মুফতি হাবিবুর রহমান, বারিধারা মাদরাসার নায়েবে মোহতামিম নাজমুল হাসান ও কাকরাইলের মুরব্বি ইন্জিনিয়ার মুকিতের ছেলে মাওলানা আবদুল বার।

প্রধান আলোচক হিসেবে মাওলানা আবদুল বার বলেন, মাওলানা সাদ কান্ধলভি হজরত ইলিয়াস রহ. এর রেখে যাওয়া মূলনীতি থেকে সড়ে গেছেন।

তিনি বলেন, মাওলানা ইলিয়াস রহ. বলেছেন, যারা তাবলিগের কাজকে সমর্থন করবে তারা তাবলিগের হিতাকাঙ্ক্ষী। আজ উলামায়ে কেরাম সহযোগিতা করার পরও তাদের শত্রু বলা হচ্ছে। নিজের ভুল স্বীকার না করে তিনি উলামায়ে কেরামের ভুল ধরা শুরু করেছেন।

জোড় আয়োজনে সার্বিক সহযোগিতা করে শরীয়তপুর উলামা পরিষদ।

পূর্ববর্তি সংবাদসংবিধান প্রণেতা এখন নষ্ট রাজনীতির প্রবর্তক : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদসরকারি কর্মচারীদের গ্রেফতারের আগে অনুমতি লাগবে সরকারের