ইসলাম টাইমস ডেস্ক : সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- এই নীতিতে আমরা বিশ্বাসী। তবে আমাদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে। বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অগ্রযাত্রায় আরও কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে যশোরে বিমানবাহিনী একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ও বেশ কিছু প্রকল্প উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
