খাশোগি হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার ইঙ্গিত ট্রাম্পের

সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জামাল খাশোগি হত্যায় জড়িত থাকতে পারেন এমবিসি।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

এর আগে খাশোগি হত্যার ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, খাশোগি হত্যায় সৌদি আরব জড়িত থাকতে পারে। এবারই প্রথম তিনি সাংবাদিক জামাল হত্যার পিছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথা বললেন।

তিনি আরো বলেন, খাশোগি হত্যার সঠিক তদন্ত হতে হবে। তাহলে প্রকৃত অপরাধী বের হয়ে আসবে। আর সারা বিশ্ব সেটা চায়।

উল্লেখ্য, তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

পূর্ববর্তি সংবাদ‘পুলিশ সদস্যরা অপেশাদার আচরণ করলে ব্যবস্থা নেওয়া হয়’
পরবর্তি সংবাদজাবালে নূরের মালিকসহ ৬ জনের বিচার শুরু