ইসলাম টাইমস ডেস্ক : সুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ওকনর ঘোষণা করেছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।নাম পরিবর্তন করে তিনি নিজের নাম রেখেছেন শুহাদা। তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত।
টুইটারে দেওয়া বার্তায় তিনি তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্ত “যে কোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি”।
বৃহস্পতিবার শেখ ড. উমর নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, শুহাদা (গায়িকা সিনিড ওকনর) ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কালেমা পাঠ করছেন।
টুইটার বার্তায় শুহাদা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়। আমি একজন মুসলমান হতে পেরে গর্বিত।
সূত্র : বিবিস
