
ইসলাম টাইমস ডেস্ক : গাজীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। গাজীপুরের ভোগড়া বাসন সড়ক এলাকায় অবস্থিত শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে এছাড়া দগ্ধ হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার রাত ৯টার গ্যাসের চুলা থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ৩৫টি ঘর পুড়ে গেছে।
নিহতের নাম ছব্দে মিয়া আলী (৬০)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তিনি ওই কলোনিতে সপরিবারে ভাড়া থাকতেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
